সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
গতকাল ২ জুলাই ২০২৫, বুধবার, মৌলভীবাজার জেলা এসোসিয়োশন, টরন্টোর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবরে টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে মাননীয় কনসাল মহোদয়ের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। স্মারকলিপিতে মৌলভীবাজার জেলার হাওরাঞ্চলের পরিবেশ, টেকসই উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ তুলে ধরা হয়। প্রবাস থেকে বাংলাদেশের নীতিনির্ধারকদের কাছে একটি স্পষ্ট ও গঠনমূলক বার্তা পৌঁছে দেওেয়ার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। স্মারকলিপি হস্তান্তর করেন মৌলভীবাজার জেলা এসোসিয়েশন এর সভাপতি লায়েকুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাহবুব এবং সম্মানিত উপদেষ্টা ড. সুশিতল চৌধুরী। মাননীয় কনসাল মহোদয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং যথাযথ কতৃপক্ষের কাছে তা প্রেরণের আশ্বাস প্রদান করেন। আমরা বিশ্বাস করি প্রবাস থেকেও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এই ক্ষুদ্র উদ্যোগ তারই প্রতিফলন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন