উপদেষ্টা আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে, আমরা সিলেটবাসী: পূর্বলন্ডনের আলতাব আলী পার্কে ‘‘ আমরা সিলেটবাসী‘‘ আয়োজিত প্রতিবাদ সমাবেশ

gbn


অন্তবর্তিকালীন সরকারের আইন-বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে সিলেট ও ব্রাম্মনবাড়িয়া-বাসীর কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে সরকারের দায়িত্বপূর্ন উপদেষ্টা পদথেকে পদত্যাগ করতে হবে। অন্যতায় এর পরিনতি হবে ভয়াবহ।

গতকাল শুক্রবার ৪জুলাই ২০২৫ লন্ডন সময় সন্ধ্যা ছয়টায় পূর্বলন্ডনের আলতাব আলী পার্কে ‘‘ আমরা সিলেটবাসী‘‘ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রতিবাদকারীরা এই  দাবী জানান।

 

এখানে উল্লেখ্য যে সম্প্রতি আসিফ নজরুল প্রবাসী ব্রাম্মনবাড়িয়া ও সিলেটীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেট ও ব্রাম্মনবাড়িয়াবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আসিফ নজরুল তার মন্তব্যে বলেন মধ্যপ্রাচ্যে বসবাসরত সিলেট ও ব্রাম্নবাড়িয়ার প্রবাসীরা ঘোষণা দিয়ে দলবেঁধে মারামারি করেন এমন কি প্রবাসে এরা ছিন্তাই চুরি ডাকাতিও করে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।

প্রতিবাদকারীরা বলেন চরিত্রহীন আসিফ নজরুল একের পর এক মিথ্যাচার করে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে। এর আগেও সে একটি টিভি টকশোতে বলেছিল বাংলাদেশে ২৬ লক্ষ অবৈধ্য ভারতীয় রয়েছে। এই অবৈধ ভারতীয়দের কারনে বাংলাদেশের মানুষ চাকুরী পাচ্ছেনা। তার এহেন মন্তব্যে দেশের অভ্যন্তরে মাইনরিটি হিন্দু সম্প্রদায় একটি উগ্রগোষ্টীর দ্বারা বাব বার নিগৃহীত হচ্ছে।
আমরা আসিফ নজরুলের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি সেই সাথে সরকারের কাছে দাবী জানাচ্ছি যদি বাংলাদেশে কোন অবৈধ ভারতীয় থাকে তাদের জনসমোক্ষে হাজির করা হউক অন্যতায় তাকে ক্ষমা চাইতে হবে।

আমরা প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসকে বলছি এই অসৎ মিথ্যুক আসিফ নজরুলকে উপদেষ্টা পদ থেকে বহিস্কার করুন অন্যতায় আপনাকে এর জবাদ দিতে হবে। আমরা আপনার কাছে মিথ্যুক আসিফ নজরুলের বিচার চাই। তাঁকে এখনই গ্রেফতারের দাবী জানাচ্ছি।

বক্তারা বলেন আসিফ একজন লুইচ্চা চরিত্রহীন, সে লন্ডনে অধ্যয়নকালে ভিক্টোরিয়া পার্কে পতিতাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। আসিফ নজরুল প্রথম যাকে বিয়ে করেছিল সে ছিল অন্য এক জনের ন্ত্রী, পরবর্তিতে এই বিয়ে ভেঙ্গে যায়। দ্বিতীয় বিয়ে করে অভিনেত্রী রোকয়া প্রাচীকে সে সম্পর্কও টিকেনি। এর পর বিয়ে করে তার মেয়ের বয়সী একজনকে সেও অন্য আরেক জনের ন্ত্রী। এজাতীয় লম্পটরা উদেষ্টা পরিষদে থাকলে দেশের বারটা বাজবে।


যুবনেতা জামাল আহমদ খানের সভাপতিত্বে ও ড. আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আমরা সিলেটবাসীর উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী,   নজমুল ইসলাম. সাংবাদিক জোবায়ের আহমদ, সাংবাদিক কামরুল আই রাসেল,    মুদাব্বির হোসেন চুনু শাহ বেলাল যুবনেতা খালেদ আহমদ শাহিন, আব্দূল জলিল চৌধুরী, আহমদ আলী, শাহ রহমান, আব্দুল বাছির  ড‍্যানিয়েল আহমদ, রায়হান আহমদ, রুম্মান আহমদ, জামাল হোসাইন, জাহাঙ্গীর আলম, পাবেল,প্রমুখ।

ব্রিটেন প্রবাসী সিলেটী নেতৃবৃন্দ বলেন ড. মুহাম্মদ ইউনুসকে ব্যবস্থা নিতে হবে অন্যতায় সিলেটীরা ফুসে উঠলে আপনাকে এর জবাব দিতে হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন