জিবি নিউজ প্রতিনিধি//
সিলেটের বিশ্বনাথে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র উদ্যোগে উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের অসুস্থ বিধবা চমকতেরা বেগমকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ এগার হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাতে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমান ও বশিরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমানের পক্ষ ওই চিকিৎসা সহায়তার অর্থ প্রদান করা হয়।
অসুস্থ চমকতেরা বেগম’র বড় ভাই চমক আলীর হাতে চিকিৎসা সহায়তার অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও চ্যারিটি গ্রুপের সদস্য মাওলানা জামাল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের ও চ্যারিটি গ্রুপের সদস্য ফারুক আহমদ, চ্যারিটি গ্রুপের সদস্য তারিকুল ইসলাম, এখলাছুর রহমান, মাহবুবুর রহমান, মানিক মিয়া, সংগঠক আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন