জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে ৫৪ হাজার পিস ভারতীয় বিড়িসহ জুয়েল আলী(৩২) নামে একজন গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার(১৭’নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গোবরাতলা ইউনিয়নের দিয়াড়ধাইনগর গ্রামে নাককাটিতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পাঁচছোখা পূর্বপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় বিড়ি বিক্রির জন্য চোরাচালানীদের অবস্থানের গোপন খবরে অভিযান চালানো হয়। অভিযানে একটি বাইসাইকেলসহ জুয়েল হাতেনাতে গ্রেফতার হন। প্রাথমিক জিজজ্ঞাসবাদে তিনি বিভিন্ন ধরনের চোরাচালানে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলা করেছে র্যাব। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন