শরীফুল আলম , নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
================================================
মেঘলা ভূবন
সঙ্গোপনে
কে দিয়ে যায় মসৃণ ঘ্রাণ
মেরুন আভায় পয়ার বাঁধুনি ।
বিস্তীর্ণ মরুভূমি , এ কিসের নতুন পরাগায়ন
নাকি মায়াকানন ?
এ যেন বরফের জন্মমৃত্যু
কিম্বা আমাদের অগ্ন্যুৎপাত
গোধলির আভায় তোমার ছায়াচক্র ।
বুকের মধ্যে হঠাৎ মোচড় দিয়ে উঠে পুরোনো কষ্ট
চিরঞ্জীব কর তুমি পুনরায় আবার আমায়
খুলে দাও তোমার জানালা
নির্মাণ কর পুনরায় ইতিউতি নড়িপাথরের প্রাসাদ
সচল মোবাইল টাওয়ার ।
তোমার অতিবেগুনী শরীর আবার সচল হল
পিরামিড কিম্বা ক্যাম্পাসে
দোআঁশ মাটিতে বুনে দাও তুমি পূর্ণিমা
পুনরায় জীবাশ্ম হতে
এ যেন চাঁদের বাড়তি স্নিগ্ধতা
আদ্রতা যেটুকু তার পুরোটাই তোমার ,
যেটুকু সময় কলুষিত ছিল
মায়া সভ্যতা তাকে নাহি বল
তবে কি নীহারিকাকে এতদিন তুমি ঘুম পাড়িয়েছিলে ?
কতদিন তুমি হেঁটে গেছ ডাহুকের মত
আমার সম্মুখ দিয়ে
বিউগল থেমে থেমে এখনও উঠে
আমারই বেদখল হওয়া শহরে ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন