গত ২/৩ ফেব্রুয়ারি পুর্ব লন্ডনের বিগল্যান্ড ষ্ট্রীটে অবস্থিত কেয়ার হাউস এ ‘দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার’এর দুদিনের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার ২ ফেব্রুয়ারি লন্ডনসহ বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা সম্মেলনে উপস্থিত হন।
দুদিনের প্রোগ্রাম সুচীতে ছিল ভিন্নধর্মী অনুষ্ঠান। মুল অনুষ্ঠান শনিবার সকাল থেকে শুরু হয়।
সংগঠনের কেন্দ্রীয় আমীর হাসান মঈনুদ্দীনের সভাপতিত্বে ও সংগঠনের ডিপুটি সেক্রেটারি মোহাম্মদ মারফত আলীর পরিচালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনে আমীরের সুচনা বক্তব্যের পর গুরুত্বপূর্ণ দারসে কুরআন পেশ করেন সংগঠনের সহকারী সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা আব্দুল মুকিত।
ইসলামী আন্দোলনের গুরুত্ব’ শীর্ষক বিষয়ে মূল্যবান আলোচনা পেশ করেন সংগঠনের সাবেক আমীর হাফেজ মাওলানা আবু সায়ীদ।
দুদিনের প্রোগাম সুচীতে ছিল, গত সভার কার্যবিবরনী পাঠ, সংগঠনের বার্ষিক এবং বিভাগীয় বিভিন্ন রিপোর্ট পেশ, প্রশ্নত্তোর পর্ব,প্যানেল ডিসকাশন, ইসলামী নাশিদ ইত্যাদি।
এতে বিভিন্ন পর্বের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাওলানা আবুল হাসানাত চৌধুরী,জয়নুল আবদিন, মাওলানা মোহাম্মদ হাসান প্রমুখ।
প্রোগ্রামের শেষ দিন সংগঠনের কেন্দ্রীয় আমীর হাসান মঈনুদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শাব্বির আহমদ কাওসারে সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দারসে হাদিস পেশ করেন মাওলানা ফারুক হোসেইন।
সংগঠনের মাসব্যাপী দাওয়া প্রোগ্রামকে সফল করতে এবিষয়ে পরামর্শমুলক বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম, শাব্বির আহমদ কাওসার প্রমুখ।
সংগঠনের আমীর হাসান মঈনুদ্দীন তার বিদায়ী বক্তব্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রোগাম থেকে সবাই ফায়দাবান হয়েছেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দাওয়াতী কাজকে আরো গতিশীল করতে সবার প্রতি আহবান জানান।পরে দোয়ার মাধ্যমে সম্মেলনের কাজ শেষ হয়।