মৌলভীবাজারের চারটি আসনে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ৯টায় মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান তারাপাশা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করেন।
এসময় তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি আশা রাখি জনতার বিজয় হবে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আশা করি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমি জয়লাভ করবো।
এদিকে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এবার মৌলভীবাজারের চারটি আসনে মোট ১৫ লক্ষ ১৩ হাজার ৬৫২ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।
এখন ভোট গণনা চলছে

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন