মৌলভীবাজার প্রেসক্লাব সহ বিভিন্ন সংঘটনের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি ||
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে মৌলভীবাজার প্রেসক্লাব, সনাতনি তরুন সংঘ ও জাসদ পৃথকভাবে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সুচির কুশপুত্তলিকা দাহ করেছে।
আজ শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও সমাবেশ সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সহ সভাপতি রাধাপদ দেব সজল। যুগ্ন- সস্পাদক সালেহ এলাহী কুটির পরিচলনায় বক্তব্য রাখেন এডভোকেট মুজিবুর রহমান মুজিব. বাসসের প্রতিনিধি ছাদিক আহমদ, দৈনিক বাংলার দিন প্রত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, দীপ্ত টিভির বকসি মিছবাউর রহমান,ইত্তেফাকের প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,ইনডিপেনডেন্ট পত্রিকার নুরুল ইসলাম শেফুল,ডিবিসি টিভির পান্ন দত্ত প্রমুখ।
সমাবেশে বক্তারা, আন্তর্জাতীক আদালতে সুচি ও মায়ানমারের সামরিক জান্তা লায়াংকে বিচারের মুখামুখির করার দাবি জানান।