কনকপুর ইউনিয়নে সূচনা কর্মসূচীর অভিজ্ঞতা বিনিময় ও সমাপনি সভা অনুষ্ঠিত

gbn

এনামুল হক আলম ।|

মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ৮নং কনকপুর ইউনিয়নে সূচনা কর্মসূচী শেষ হওয়াতে বিগতো দিনের কার্যক্রমের উপর অভিজ্ঞতা বিনিময় ও সমাপনি সভার আয়োজন করা হয়।

এই সময় ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন এর নিজ পক্ষ থেকে সূচনা কর্মসূচীর কর্মীবৃন্দদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।

২ নভেম্বর রোজ বুধবার কনকপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এই আয়োজন করা হয়।

এই সময় কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল উদ্দিনের সভাপতিত্বে ও  আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান।
আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর সভাপতি খালেদ চৌধুরী,শাহবন্দর যুব সংস্থার সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোঃ রাজুল আলী,এছাড়াও এই সময় কনকপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য মহিলা ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও কনকপুর ইউনিয়নের সূচনা কর্মসূচীর কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সূচনা থেকে আগতো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ কান্তি রায় IPPC,  আল- আমিন ও রাশেদ আহমেদ save, সূচনা রাজীব রায় upc,
খোরশেদ সর্দার GCDO, মুন্নী দাস  UC, চিত্রালী পুরকায়স্থ FF সহ অনেকে।

অবিজ্ঞতা অনুষ্টানে আগতো কর্মী ও সেবা গ্রহিতারা সূচনা কর্মসূচীর ভূয়সী প্রশংসা ব্যক্ত করেন এবং এই কার্যক্রমের দ্বারা অনেকেই সাবলম্বী ও উপকৃত হয়েছেন বলে জানান প্রত্যেকে। অনুষ্টানটির সহযোগীতায় ছিলো সূচনা কনসোর্টিয়াম,ও বাস্তবায়নে ছিলো সেন্টার ফর নেচারাল রিসোর্স স্টাডিস।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন