গোলাপগঞ্জে পিকআপ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

gbn

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পিকআপ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী নিহত ও আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার সকাল ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন কিছমত মাইজভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বলে পুলিশ জানিয়েছে। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ফকিরের বাজার পাকশাইল গ্রামের বাসিন্দা মাওলানা এমদাদুল হকের ছেলে হাদিউল হক (৪৮)। ছুটি কাটিয়ে প্রবাসে ফিরতে সিলেট বিমানবন্দরে যাবার পথে এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদিউলের ফ্লাইট ছিল সকাল ৭টায়। ওই ফ্লাইট ধরতে তাকে বহনকারী প্রাইভেট কারের চালক দ্রুত গতিতে গাড়িটি চালিয়ে সিলেট এমএ জি ওসমানী বিমান বন্দরের দিকে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা দ্রুত গতির পিকআপের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাদিউল নিহত হন এবং চালকসহ আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হাদিউলের সম্বন্ধী সাব্বির আহমদ (২৮)।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম নিহতের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন