সাঘাটায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনডিপির সহায়তায় – জিইউকের ত্রাণ সামগ্রী বিতরন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ||
দাতা সংস্থা ইউএনডিপিরঅর্থায়নে গাইবান্ধার বেসরকারী সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র আজ ৭ফেব্রয়ারী বুধবার সাঘাটা ডিগ্রী কলেজ মাঠ থেকে হলদিয়া ইউনিয়নে গত বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে বিভিন্ন ধরনেরত্রাণ সামগ্রী বিতরণ করে।
ত্রান বিতরণ অনুষ্ঠানের এসময় উপস্থিত থেকে ত্রান বিতরণ ও বক্তব্য রাখেনসাঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,সাঘাটা
ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছাইদুর রহমান,হলদিয়া ইউপি চেয়ারম্যানইয়াকুব আলী প্রধান,মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল,ইউএনডিপিরন্যাশনাল কনসালটেন আবুল হাসেম,জিইউকের প্রতিনিধি আফতাব হোসেন,সাংবাদিক জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।