মৌলভীবাজারের কুলাউড়ায় আইটেবসের আয়োজনে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

gbn

কুলাউড়া প্রতিনিধি //

দক্ষতা উন্নয়নের মাধ্যমে আগামীর সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকা পরিচালিত ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড বেসিক স্কিলস (আইটেবস)-এর উদ্যোগে দক্ষিণবাজারস্থ দখিন দাওয়া কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

আইটেবসের পরিচালক মেহেদী হাসান সাদীর সভাপতিত্বে এবং এইচ.আর ও অ্যাডমিন সালিম মোহাম্মদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন দন্ত চিকিৎসক ডা. হেমন্ত পাল এবং সংগঠক ও সমাজকর্মী শফিক মিয়া আফিয়ান। অভিভাবকদের পক্ষ থেকে রাবেয়া বেগম বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী উত্তরা রায়ও তার অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি আইটেবসে চলমান বিভিন্ন কোর্সে মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করা হয়।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকার সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এম. আব্দুর রউফের দিকনির্দেশনায় ‘বিল্ডিং স্কিল ফর আ ব্রাইট ফিউচার’ প্রতিপাদ্যে আইটেবস ২০১৮ সাল থেকে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন