হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব শত্রুর জের ধরে দুই পক্ষের প্রায় দুই ঘন্টা সংঘর্ষে অর্ধশতাধিক আহত! আশংকাজনক ভাবে সিলেট ওসমানীতে ২০ জন

gbn

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাই গংয়ের সাথে মুহিত মিয়া গংয়ের দীর্ঘদিন ধরে কৃষি জমির মালিকানা ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। একটি জমি রেজিস্ট্রি করা নিয়ে বিরোধ আরও তীব্র হয়। এরই জের ধরে সোমবার দুপুরে সেমানন্দ ভট্টাচার্যকে একা পেয়ে মুহিত মিয়া পক্ষের লোকজন হামলা চালায়। পরে বিকালে উভয় পক্ষ নারী-পুরুষসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টাব্যাপী উভয় পক্ষ দেশীয় অস্ত্র পিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার ও  ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে আব্দুল হাই পক্ষের অন্তত ৩০ জনসহ মোট অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি কোন ভাবেই সামাল দিতে না পারার খবরে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌছে পুলিশকে সহযোগী করে ভয়াবহ পরিস্থিতি শান্ত হয়। দুপক্ষের সংঘর্ষে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং গুরুতর আহত ২০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, আশরাফুল (২০), মোজাম্মিল (১৬), মোজাহিদ (২২), মাসুম (২০), মছব্বির (২৭), কাশেম মিয়া (৩৫), আবু হানিফা (৫৫), নাসির মিয়া (৪৫), মতলিব মিয়া (৩৮), নুর জাহান বেগম (২২), আশিক মিয়া (৩৮), আমির উদ্দিন (৩৮), জুলেখা বেগম (৪৫), দিলারা বেগম (৪৬), সামাইয়ুন (২১), লোকমান (২৬) সহ আরো অনেকেই।

এ ব্যাপারে, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া সাথে কথা হলে তিনি  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন