জাতীয় সমাতান্ত্রিক দল-জাসদ সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুজ্জামান চৌধুরী বলেন, হাওর নিয়ে দুর্নীতি বছরের পর বছর যুগের পর যুগ চলছে। ১২০ কোটি টাকা বরাদ্দের পরও বালি দিয়ে কোনভাবে জোড়াতালি দিয়ে বাঁধ নির্মান করেছে দুর্নীতিবাজরা। যা বন্যার আগেই পানি পূর্বেই আসার আগেই সামান্য বাতাসে সামান্য বৃষ্টিতে ভেসে যাচ্ছে।
রবিবার (১০ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইতিমধ্যে অনেকগুলো বাঁধ নিমজ্জিত হয়ে গেছে টাঙ্গুয়ার হাওর জলমগ্ন হয়ে পড়েছে। মানুষ আজ অসহায়। ৯ লক্ষ মেট্রিক টন এর লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করেছিল এলঅকার কৃষককুল এখন সব হারিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এই মুহুর্তে সুনামগঞ্জের আকাশ-বাতাস প্রকম্পিত অসহায় মানুষদের আর্তনাদে। এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের সম্মলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি বাংলাদেশ সরকার এবং তার দায়িত্বপ্রাপ্ত লোকজনদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে বাঁধ নির্মানের দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন