ওসমানীনগরে নির্বাচন কাল!

gbn

মোঃ সাজ্জাদ হোসাইন  ওসমানীনগর প্রতিনিধি::

সিলেটের ওসমানীনগর উপজেলার আবারো শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন। গত ৩১ জানুয়ারী ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ওয়ার্ডে দুই প্রার্থীর সমভোট হওয়ায় এই ওয়ার্ডে পুনরায় ভোট গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করেছে নির্বাচন কমিশন। আগামী কাল সোমবার গোয়ালাবাজার ইউনিয়নের পরিষদের ৩ নং ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে ভোট কেন্দ্রে নির্বাচনী সামরঞ্জাম পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারী ওই ওয়ার্ডে মোট ৫জন ইউপি সদস্য প্রার্থীর মধ্যে যে দুইজন প্রার্থীর সমভোট হয়েছে তারাই পুুনঃ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন। জাহাঙ্গীর আলম মোরগ প্রতিকে ও আরজু মিয়া টিউবওয়েল প্রতিকে নির্বাচনে অংশ নিচ্ছেন। সোমবার সকাল ৮ থেকে বিরামহীন ভাবে একারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। গোয়ালাবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অন্তরভূক্ত একারাই, শশারকান্দি ও গদিয়ারচর গ্রামের মোট ১২৯৭ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে নির্বাচনী সকল প্রস্থুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। 
এর আগে, ৩১ জানুয়ারী ওই ওয়ার্ডে মোট ৫জন ইউপি সদস্য প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। ভোট গ্রহন শেষে জাহাঙ্গীর আলম মোরগ প্রতিকে মোট ৩৯৯টি ভোট, আরজু মিয়া টিউবওয়েল প্রতিকে ৩৯৯, সেলিম চৌধুরী তালা প্রতিকে ১০১, নোমান আলী মখদ্দুছ ফুটবল প্রতিকে ২৩ ভোট ও রজত কান্তি পাল ফ্যান প্রতিকে ১৫ ভোট পান। নির্বাচেন জাহাঙ্গীর আলম ও আরজু মিয়ার সমান ভোট পাওয়ায় এই ওয়ার্ডে বিজয়ীদের ফলাফল ঘোষনা করা হয়নি। ফলে ২১ মার্চ ওই ওয়ার্ডের পুনঃ নির্বাচনের তারিখ ঘোষনা করে ১৬ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে উপজেলা নির্বাচন অফিস। 
ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবু লায়েশ দুলাল জানান, আগামীকাল সোমবার গোয়ালাবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুনঃনির্বাচনের সকল প্রস্থুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রে নির্বাচনী সামরঞ্জাম পৌছে গেছে। আশা করা যায় সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন