সুনামগঞ্জে গরুসহ ৪ চোর গ্রেফতার

gbn

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে গরু চুরির অপরাধে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জেলার শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে মুস্তাকিন মিয়া (২২), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সিএনজি চালক ছাদিকুর রহমান (২০), পাশর্^বর্তী বুড়মপুর গ্রামের হাজী মাসুদ মিয়ার ছেলে সালমান হোসেন (২৩) ও একই গ্রামের রফিক মিয়ার ছেলে আব্দুল মোতালিব মিয়া (২১)। আজ শনিবার (১৫ জানুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে ৪জনকে কারাঘারে পাঠানো হয়েছে। এরআগে সকাল সাড়ে ৫টায় জেলার বিশ^ম্ভরপুর উপজেলার বাঘবেড় এলাকায় অভিযান চালিয়ে চুরির গরুসহ ৪ চোরকে গ্রেফতার করা হয়। এঘটনার প্রেক্ষিতে দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামের কৃষক ও গরুর মালিক কাঁচা মিয়ার ছেলে নুর উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন সাংবাদিকদের বলেন- গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরে হতদরিদ্র কৃষক নুর উদ্দিন তার গৃহপালিত ১টি ষাড় গরু বসতবাড়ি সংলগ্ন মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে গেলে ৪জন চোর মিলে চুরি করে নিয়ে যায়। বিশ^ম্ভরপুর থানা পুলিশের সহযোগীতায় আজ শনিবার (১৫ জানুয়ারী) সকাল সাড়ে ৫টায় আমরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন