সুনামগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকে বহিস্কার

gbn

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: আগামী ২৬ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দিরাই ও বিশ^ম্ভরপুর উপজেলাসহ ৫ জানুয়ারী শাল্লা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের নির্ধারিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার কারণে আওয়ামী লীগ ও যুবলীগের ৬জন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে- জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি ও একই ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কাজী, একই উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জগদল ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শিবলী আহমেদ বেগ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তাড়াল ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী আকিকুর রেজা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রফিনগর ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সুবল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাল্লা ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু লেইছ চৌধুরী ও বিশ^ম্ভরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পলাশ ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহেল আহমদকে জেলা আওয়ামী লীগের সংগঠন থেকে বহিস্কার করে একটি লিখিত সুপারিশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের ৬জন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন