ইরানে সরকারবিরোধী বিক্ষোভ : আটক ৫০০, পুলিশ ষ্টেশনে হামলা

জিবিনিউজ24 ডেস্ক || ইরানে সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ৫০০ জন আটক হয়েছেন। রাজধানী তেহরান থেকে গত ৩ দিনে এই গ্রেপ্তার করে পুলিশ।এদিকে,সোমবার রাতে বিক্ষোভকারীরা দেশটির বেশ কয়েকটি পুলিশষ্টেশনে হামলা করে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার উত্তর পূর্বের মাশাআদ শহর থেকে শুরু হওয়া ওই বিক্ষোভ পাঁচদিনে অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে।
জিনিসপত্রের দামবৃদ্ধির মতো অর্থনৈতিক বিষয় নিয়ে এ বিক্ষোভ শুরু হলেও এখন তা রাজনৈতিক চেহারা নিয়েছে। ধর্মীয় নেতা-নিয়ন্ত্রিত সরকারকে উৎখাতের ডাকও দেওয়া হচ্ছে।ইরানে বিক্ষোভকারীরা প্রতিবাদী কর্মসূচিগুলোর জন্য ব্যাপকভাবে ব্যবহার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে।