মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে একদিনে ৩শিশুসহ গত ২দিনে পৃথক ঘটনায় ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃতরা হলো- জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের জয়নাল মিয়ার ছেলে মোটর সাইকেল চালক কুদ্দুস মিয়া (২১), দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ছিলাইপাড় গ্রামের ছফির উদ্দিনের শিশুকন্যা আমেনা খাতুন (৫), একই ইউনিয়নের জুমগাঁও গ্রামের হায়দার আলীর ছেলে মিসবাউল ইসলাম (২), দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হরিদাস বিশ^াসের ছেলে দ্বীপ বিশ^াস (৬) ও ছাতক পৌরশহরের মৃত রানু দে‘র ছেলে পাথর ব্যবসায়ী রাজন দে (৪৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্ভর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট-বড়ছড়া সড়কের মানিগাঁও বাজার সংলগ্ন এলাকায় মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় মোটর সাইকেল চালক কুদ্দুস মিয়া (২১) ও যাত্রী তারেক মিয়া (২০) গুরুতর আহত হলে ঘাতক ট্রলি চালক ট্রলি রেখে পালিয়ে যায়।
পরে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে আহত ২জনকে উদ্ধার করে রাত অনুমান ৯টায় পাশর্^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পৌছার পর কর্তব্যরত চিকিৎসকরা মোটর সাইকেল চালক কুদ্দুস মিয়াকে মৃত বলে ঘোষনা করেন। আর আহত যাত্রী তারেক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
অপরদিকে গত বুধবার (২৯ সেপ্টেম্ভর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ছিলাইপাড় গ্রামে পরিবারে অজ্ঞান্তে নিজ পুকুরের পানিতে ডুবে শিশুকন্যা আমেনা খাতুন (৫) ও একই ইউনিয়নের জুমগাঁও গ্রামে নিজ পুকুরের পানিতে ডুবে শিশু মিসবাউল ইসলাম (২) এর মর্মান্তিক মৃত্যু হওয়াসহ দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের শিশু দ্বীপ বিশ^াস (৬) তার বোনের সাথে বাড়ির পাশর্^বর্তী কালনী নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে মৃত্যু বরন করে।
এছাড়া ছাতক পৌরশহরের পাথর ব্যবসায়ী রাজন দে (৪৫) সন্ধ্যায় ব্যবসার কাজ শেষ করে ছোট ফেরী নৌকা দিয়ে নিজ বাড়িতে ফেরার সময় সুরমা নদীর আফতাবখালী এলাকায় বড় স্টিলবড়ি ইঞ্জিনের নৌকা তাকে ধাক্ষা দেয়। এঘটনায় পাথর ব্যবসায়ী রাজন দে গুরুতর আহত হলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
ছাতক থানার ওসি নাজিম উদ্দিন, দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর, দিরাই থানার ওসি আজিজুর রহমান ও তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার সাংবাদিকদের পৃথক ৫টি ঘটনায় ৫জনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন