ছাতকে ব্যবসায়ী আখলাদ হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পন

gbn

ছাতক থেকে সংবাদদাতা

ছাতকে আলোচিত ব্যবসায়ী আখলাদ মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামী আল আমিন (২৬) আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পনের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের সুন্দর আলীর পুত্র আল আমিন। ঘটনার পর থেকে সে আত্বগোপনে ছিল।

 

জানা যায়, মোল্লাআতা গ্রামের জাহির আলীর পুত্র ও গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ হোছন মার্কেটের সামনে মুদি দোকানি আখলাম মিয়া (৩৮)। গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার পর দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নিজের বাই সাইকেল যোগে বাড়ি ফিরছিলো। বুড়াইরগাঁও বাউভোগলী রাস্তায় যাওয়ার পর বুড়াইরগাঁও গ্রামের দক্ষিণের কবরস্থান এলাকায় পৌঁছা মাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা সংঘবদ্ধ দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় দূর্বৃত্তদের হাত থেকে প্রাণে বাঁচতে ধানের জমি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ফের ওই দূর্বৃত্তরা তাকে জমির কাঁদায় ফেলে হত্যা নিশ্চিতের পর সিএনজি অটো-রিকশা যোগে পালিয়ে যায়। রাত প্রায় সাড়ে ১১টার দিকে ওই রাস্তা দিয়ে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা বাড়িতে যাওয়ার সময় পাকা রাস্তায় রক্ত ও এক পাশে বাইসাইকেল এবং সওদাপাতির ব্যাগ পড়ে থাকতে দেখে। বিষয়টি এলাকায় জানাজানি হয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের মাধ্যমে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন স্থানীয়রা। খবর পেয়ে রাতে থানার ওসি শেখ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধান ক্ষেতের জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। লাশের ময়না তদন্ত শেষে ২০ সেপ্টেম্বর রাতে দাফন করা হয়।

 

২১ সেপ্টেম্বর নিহতের বড় ভাই আশিক আলী বাদি হয়ে ছাতক থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-২৪) দায়ের করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৩ সেপ্টেম্বর ভোর রাতে থানা পুলিশ সিলেটের লালবাজার দিরাই রেস্টহাউজে অভিযান পরিচালনা করে আবু সুফিয়ান সোহাগ (২৬) নামের এক আসামিকে গ্রেফতার করে। সে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র। তার দেয়া তথ্য মতে পরদিন সকালে আলিম উদ্দিন (৩০) নামের আরেক আসামি ও সিএনজি চালককে তার নিজ বাড়ি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকল পাড়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। 

 

গ্রেফতারকৃত আসামি আবু সুফিয়ান সোহাগক বিজ্ঞ আদালতে এ হত্যার সাথে সে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এর আগে থানা পুলিশের জিজ্ঞাসাবাদের   ভিডিও ভাইরাল হয় "ছাতক টু সুনামগঞ্জ" নামক একটি অনলাইন পেইজে। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। গত শনিবার পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ গঠন করেন তদন্ত কমিটি। তিনদিনের মধ্যে তদন্ত কমিটি কর্তৃক রিপোর্ট জমা হওয়ার কথা।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা, থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি আল আমিন আদালতে আত্ম সমর্পন করেছে। তিনি বলেন এ হত্যাকান্ডের সাথে জড়িত ৫জনের মধ্যে দুই আসামি পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তদন্ত স্বার্থে পলাতক দুই আসামির নাম বলা যাচ্ছে না। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন