নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা প্রদান ও দ্বীনী কার্যক্রম পরিচালনার জন্য সাউথ ওয়েষ্ট ইংল্যান্ডের বৃষ্টলে কেইনসাম এবং সল্টফোর্ড ইসলামিক সেন্টার এর যাত্রা শুরু হয়েছে।
ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির সভাপতি আাতিকুর রহমান এর সভাপতিত্বে, কাইয়ুম চৌধুরীর পরিচালনায় ও ট্রেজারার মোস্তফা উদ্দিন, ট্রাস্টি তানভীর রহমান এর সহযোগীতায় বৃষ্টলের স্থানীয় মেশনিক হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়েট টাউন কাউন্সিলের মেয়র মুহিবুল আজিজ চৌধুরী মুবিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডি মেয়র
ফরিদা আক্তার, কমিউনিটি নেতা মখলিছ মিয়া, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু, আব্দুল হাদি চৌধুরী, মৌলানা শেখ নাজিব, কমিউনিটি নেতা আরিফ উদ্দিন ইসলাম, সমর আলী, হাবিবুর রহমান, শিপার খান, মৌলানা আব্দুল মুকিত ও সাংস্কৃতিক সংগঠক সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেন্টারের ইমাম মাওলানা আব্দুল মুহিত ও নাশিদ পরিবেশ করেন হাফেজ শিহাব উদ্দিন। প্রধান অতিথি মেয়র মুহিবুল আজিজ চৌধুরীকে ফুল দিয়ে স্বাগত জানান সেন্টার পরিচালনা কমিটির সভাপতি সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। পরে মেয়র সকলকে নিয়ে কেক কেটে ইসলামীক সেন্টার উদ্বোধন করেন।
বক্তাগন তাদের বক্তব্যে মসজিদ তথা ইসলামিক সেন্টার নির্মাণের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে দুনিয়া ও আখিরাতের জন্য এই মহতি উদ্যোগ গ্রহণ করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন এর মাধ্যমে অত্র এলাকার সকল বাসিন্দা জামাতের সাথে নামাজ আদায় করতে সক্ষম হবেন ও নতুন প্রজন্মকে দ্বীনের শিক্ষা প্রদান করতে এটি অগ্রণী ভূমিকা পালন করবে।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সভাপতি আতিকুর রহমান তার সমাপনী বক্তব্যে জানান সাময়িক ভাবে নামাজ পড়ার জন্য হল ভাড়া করা হয়েছে। অত্র এলাকার সকল মুসলিমদের জন্য স্থায়ী মসজিদ নির্মাণের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই মহতি উদ্যোগে সকল মুসলিমকে যার যার অবস্থান থেকে সহায়তার হাত প্রসারিত করে স্থায়ী মসজিদ নির্মাণের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন