চীনে ভারী বৃষ্টিতে ৩০ জনের মৃত্যু

gbn

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি সপ্তাহে তীব্র বৃষ্টিপাতের কারণে রাজধানী বেইজিংসহ উত্তর চীনের হেবেই, জিলিন এবং শানডং প্রদেশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বেইজিংয়ের বন্যা নিয়ন্ত্রণ বিষয়ক সদরদপ্তরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, সর্বশেষ ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার রাতে বেইজিংয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে বেইজিং ডেইলি জানিয়েছে, রাজধানী বেইজিং থেকে ৮০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে বড় ধরনের দুর্যোগ দেখা দিয়েছে বলেও জানানো হয়।

 

শহরের কেন্দ্রস্থলের উত্তর-পূর্বে অবস্থিত মিয়ুন শহরে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শহরের উত্তরে হুয়াইরো জেলা এবং দক্ষিণ-পশ্চিমের ফাংশানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেইজিং ডেইলি জানিয়েছে, কয়েক ডজন রাস্তা বন্ধ হয়ে গেছে এবং ১৩০টিরও বেশি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লোকজনের উদ্দেশে বলা হয়েছে, দয়া করে আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কতায় মনোযোগ দিন এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাবেন না।

সোমবার রাতে স্থানীয় কর্তৃপক্ষকে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনা করা এবং বন্যার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত স্থানান্তরের আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

 

রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি সোমবার জানিয়েছে, রাজধানীকে ঘিরে থাকা হেবেই প্রদেশের চেংদে শহরের কাছে একটি গ্রামে ভূমিধসে চারজন নিহত হয়েছেন। এছাড়া আটজন এখনও নিখোঁজ রয়েছেন।

চীন বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। বিজ্ঞানীরা বলছেন, এই গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী এবং চরম আবহাওয়াকে আরও তীব্র করে তুলছে।

চলতি মাসে পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে আকস্মিক বন্যায় দুইজন নিহত এবং ১০ জন নিখোঁজ হন। অপরদিকে সিচুয়ান প্রদেশের একটি মহাসড়কে ভূমিধসে বেশ কয়েকটি গাড়ি পাহাড়ের ঢালে ভেসে যাওয়ায় পাঁচজন নিহত হন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন