ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি //
সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, আজকের প্রজন্মকে মানসন্মত শিক্ষা অর্জন করার পথ তৈরি করে দিতে হবে। সমাজে অনেক মেধাবী শিক্ষার্থী আছে যাদের প্রতি আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে দিতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। আজকে যারা শ্রেষ্ট্রত্ব অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছ তাদের এ সফলতা যে কোন মূল্যে ধরে রাখতে হবে।
সোমবার (২৮ জুলাই) ফেঞ্চুগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেছেন।
ফেঞ্চুগঞ্জ মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- প্রকিউরমেন্ট অফিসার হাবিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রোগ্রামার তেফায়েল আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার।
ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন মাদ্রাসা সুপার মাও: আব্দুস শাকুর। গীতা পাঠ করেন পৌষী রানী শীল।
আলোচনা সভার পুর্বে ঢাকায় মাইল ষ্টোন স্কুলে বিমান দু:ঘটনায় নিহত আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আব্দুল ওহাব, প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, অধ্যক্ষ প্রনব কুমার সাহা, প্রধান শিক্ষক দলিল উদ্দীন, অধ্যক্ষ আব্দু জলিল, একাডেমিক সুপার ভাইজার সীমা সরকার, অভিবাবক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার পাল, শ্রেষ্টত্ব অর্জন কারী শিক্ষার্থী তীর্থাংকুর পাল ও দিনা বেগম।
২০২২ ও ২০২৩ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলা র এসএসসি ও এইচ এসসি শ্রেষ্টত্ব অর্জনকারী ২৬ জন শিক্ষার্থীদের অর্থ, ক্রেষ্ট, ও সনদপত্র বিতরন করা হয়। এসএসসিতে শ্রেষ্টত্ব অর্জনকারীকে ১০ হাজার টাকা এবং এইচএসসিতে শ্রেষ্টত্ব অর্জনকারীকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন