জিবি নিউজ | লন্ডন ||
যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের ইমামদের অংশগ্রহণের পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট । ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে দুই টিমে ৩০ জন ইমাম অংশগ্রহণ করেন । 'মিনারেট কাপ'-শীরোনামে আয়োজিত টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিলো গাজার নিপীড়িত মানুষের জন্য ফান্ডরেইজ করা । জানা গেছে, ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ১৬ হাজার পাউণ্ডের বেশি ফান্ডরেইজ করা হয়েছে। ডেগেনহ্যামের ক্যাসেল গ্রীন ফুটবল মাঠে সকাল ১১টায় টুর্নামেন্ট শুরু হয় । গাজা ইউনাইটেড ও অলিভ ব্রাঞ্চ নামে দুটো দলের মধ্যে ৯০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয় । খেলায় ৫-২ গোলে গাজা ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী টিমের হতে পুরস্কার তুলে দেন ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক । তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মসজিদের ইমামগণ শুধু নামাজ পড়ান কিংবা খুতবা দেন- তাইনা ।
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মানুষকে ভালো কাজে উদ্ধুদ্ধ করতে পারেন । আজকের টুর্নামেন্ট এটাই প্রমাণ করে। একজন ইমাম যখন ৯০ মিনিটের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারেন, তখন বুঝে নিতে হয় তিনি শারীরিকভাবে কতটুকু ফিট । ইমামগণের এই চর্চা নিশ্চয় অন্যদের শরীরচর্চায় উদ্ধুদ্ধ করবে। মসজিদের সিইও জুনায়েদ আহমদ বলেন, এটি ইস্ট লন্ডন মসজিদের একটি ইউনিক আয়োজন । এই টুর্নামেন্ট গোটা যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদের ইমামদেরকে একটি প্লাটফর্মে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে । ইমামদের মধ্যে ঐক্যের একটি দৃষ্টান্ত । তাঁরা যখন ফুটবল খেলেন তখন তা স্বাস্থ্যকর জীবন যাপনের প্রতি মানুষকে উদ্ধুদ্ধ করে । এই টুর্নামেন্ট আরো গুরুত্বপুর্ণ কারণ এটি একটি চ্যারিটি ইভেন্ট। গাজার নিপীড়িত মানুষের জন্য ফান্ডরেইজিং করার সুযোগ । তিনি টুর্নামেন্টে আয়োজনে সম্পৃক্ত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মুসলিম এইড-এর কমিউনিটি ফান্ডরেইজিং ম্যানেজার ফারহাল আহমদ বলেন, আমাদের ইমামগণ খেলাধূলার মাধ্যমে মানুষকে শরীরচর্চায় উদ্ধুদ্ধ করছেন । এটি সত্যিকার অর্থেই একটি প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি গাজার নির্যাতিত মানুষের জন্য অর্থ সাহায্য সংগ্রহ করছেন । ইস্ট লন্ডন মসজিদের সাথে এই টুর্নামেন্টে পার্টনার হতে পেরে আমরা গর্ববোধ করছি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন