ভক্তের দেওয়া ৭২ কোটি রুপির সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয়

gbn

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি দারুণ এক তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, একসময় এক নারী ভক্ত তাকে ৭২ কোটি রুপির সম্পত্তি উত্তরাধিকার হিসেবে দিয়ে গিয়েছিলেন। তবে তিনি সেই সম্পত্তি ভক্তের পরিবারের কাছে ফিরিয়ে দেন।

এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, ‘আমি ওটা তার পরিবারকে ফেরত দিয়েছি।’

 

ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে ২০১৮ সালে যখন জানা যায় নিশা পাটিল নামের মুম্বাইয়ের এক ৬২ বছর বয়সী গৃহিণী কঠিন অসুখে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন যাতে তার সব সম্পত্তি সঞ্জয় দত্তকে দেওয়া হয়।

তার এই অনন্য উদারতায় অনেকেই বিস্মিত হন। তবে সঞ্জয় দত্তের মানবিক ও দায়িত্বশীল আচরণে মুগ্ধ হয়েছে অনেকেই। তিনি কোনো ধরনের আইনি জটিলতা না করেই সম্পূর্ণ সম্পত্তি তার পরিবারের কাছে ফিরিয়ে দেন।

 

সঞ্জয় দত্ত কিংবদন্তি অভিনেতা সুনীল দত্ত ও অভিনেত্রী নারগিসের ছেলে। তিনি ১৯৮১ সালে ‘রকি’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে জনপ্রিয় ছবি ‘সঞ্জু’। সেখানে তার চরিত্রে রণবীর কাপুর অভিনয় করেছেন।

বর্তমানে সঞ্জয় দত্ত নতুন তিনটি ছবির কাজে ব্যস্ত। এর মধ্যে রয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’, দুটি দক্ষিণী চলচ্চিত্রে ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজাসাহেব’।

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘হাউসফুল ৫’ ছবিতে দেখা গেছে তাকে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন