যুক্তরাজ্যের লন্ডনের ঐতিহাসিক গিল্ড হলে ‘ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিওনাল কমিটি’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব লর্ডস’র সদস্য লর্ড রামি রেঞ্জার। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ রফিক হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে লর্ড রামি রেঞ্জার বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশী বংশোদ্ভূত ব্যবসায়ীরা রেস্টুরেন্ট’সহ বিভিন্ন খ্যাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। ব্যবসা শুরুর জন্য প্রথমে নিজের কমিউনিটিতে শক্ত ভিত গড়ে তুলতে হবে। আর সেখান থেকেই ধীরে ধীরে সম্প্রসারণের দিকে অগ্রসর হতে হবে। নতুন প্রজন্মকে উৎসাহিত করে ব্যবসায় সম্পৃক্ত করতে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরই এগিয়ে আসতে হবে।
সংগঠনের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মো. মনির আহমেদ’র সভাপতিত্বে ও সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম্যান মনসুর আলীর পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম, সায়েদুর রহমান রেনু, ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নূরুজ্জামান, কুটি মিয়া, ফাইনান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, ডেপুটি ডিরেক্টর জেনারেল এমদাদ আহমেদ, মেম্বারশীপ সেক্রেটারী মো. আব্দুল মুনিম, প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ আহমেদ চৌধুরী, মুহিব উদ্দিন চৌধুরী, ডক্টর সানাওর চৌধুরী, মুসলেহ আহমেদ, শফিকুল ইসলাম, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া ওয়েস, আবুল কালাম আজাদ, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট ড. শাহানুর খান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন অ্যাসেম্বলি সদস্য উন্মেষ দেশাই, টাওয়ার হ্যামলেটস বরোর স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, কাউন্সিলর রহিমা রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেন কমিটির নব-নির্বাচিত সেক্রেটারী জেনারেল তোফাজ্জল আলম। নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন- প্রেসিডেন্ট মো. মনির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট শামসুল আরেফিন, গুলজার খান, মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সেক্রেটারী জেনারেল তোফাজ্জল আলম, জয়েন্ট সেক্রেটারী আবু সুফিয়ান ঝিলম, মো. নাজমুল হক বিশাল, ট্রেজারার মাহবুবুল আলম খান, মেম্বারশিপ সেক্রেটারী সোয়াব কবির, অর্গানাইজিং সেক্রেটারী মো. আলী হুসাইন, অফিস সেক্রেটারী হাফসা নূর, প্রেস অ্যান্ড পাবলিসিটিস সেক্রেটারী মো. আব্দুল্লাহ মামুন, স্পোর্টস সেক্রেটারী আব্দুল আনোয়ার খান, নির্বাহী সদস্য খাইরুল ইসলাম ভানী, সায়েদুল ইসলাম হালদার, আসওয়ার আলী, ডক্টর মাসুক আহমেদ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন