জিবি নিউজ ||
গতকাল, ১৬ই জুলাই ২০২৫, মৌলিক বাংলা ইউকের উদ্যোগে লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে জুলাই শহীদদের স্মরণে এক বিশেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং দেশপ্রেমিক জনগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মৌলিক বাংলা সেন্ট্রালের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে প্রেসিডেন্ট নিজাম এম রহমান বলেন, “১৬ই জুলাই সেই দিন, যেদিন আওয়ামী সরকারের নেতৃত্বে শহীদ হন আবু সাঈদ। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক দিন। দেশের ছাত্রসমাজ রক্ত দিয়ে যে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, তা আমাদের রক্ষা করতে হবে। শহীদদের আত্মত্যাগের মূল্য যেন বৃথা না যায়, সেজন্য সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। দলীয় বিভাজন নয়, দেশের কল্যাণে কাজ করাই এখন মূল অঙ্গীকার হওয়া উচিত।”
মৌলিক বাংলা ইউকের সাধারণ সম্পাদক মেরিন আকরাম বলেন, “আমরা সরকারের কাছে দাবি জানাই, জুলাই শহীদদের হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে সম্পন্ন করা হোক। সেইসাথে যারা আজও এই আন্দোলনের কারণে নিপীড়নের শিকার হচ্ছেন, তাদের সুবিচার নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আড্রিকা আন্নি এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকের ছাত্র প্রতিনিধিরা।
সবশেষে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মৌলিক বাংলা ইউকের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন