জিবি নিউজ24ডেস্ক//
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সোনা গ্রুপের চেয়ারম্যান সঞ্জয় কাপুর সদ্য প্রয়াত হয়েছেন। তার মৃত্যুর এক মাস পেরোতেই শুরু হয়েছে বিশাল পরিমাণের সম্পত্তি নিয়ে বিতর্ক। ৩০ হাজার কোটি রুপির এই বিশাল সম্পত্তিতে দাবি তুলেছেন কারিশমা কাপুর নিজেও, এমনই দাবি উঠেছে একাধিক সংবাদমাধ্যমে।
গত ১২ জুন আকস্মিকভাবে মারা যান সঞ্জয় কাপুর। হৃদুরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার এমনটাই জানানো হয়েছিল। তবে সঞ্জয়ের মা রানি কাপুর এই মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার ভাষায়, ‘এটিকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া আমার পক্ষে অত্যন্ত কষ্টকর। সত্য এখনো প্রকাশ পায়নি।’
রানি কাপুর দাবি করছেন, মৃত্যুর পরপরই তাকে মানসিক চাপে রেখে কিছু গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করানো হয়েছিল। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সোনা গ্রুপের সবচেয়ে বড় অংশীদার তিনি নিজে। কাউকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ করা হয়নি।
ইন্ডিয়া ডটকম ও দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, কারিশমা কাপুরও তার প্রাক্তন স্বামীর বিপুল সম্পত্তিতে নিজের ও সন্তানদের জন্য অধিকার দাবি করছেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রী বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
সঞ্জয়ের মা ইতোমধ্যেই সোনা কমস্টারের আসন্ন বার্ষিক সাধারণ সভা স্থগিত করার আহ্বান জানিয়েছেন। নতুন পরিচালক নিয়োগে সতর্কতা অবলম্বন করতেও বলেছেন তিনি। তার আইনজীবী বৈভব গাগার জানিয়েছেন, এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া না হলেও রানি কাপুর সমস্ত অধিকার সংরক্ষণ করছেন এবং প্রয়োজনে আইনি পথেই হাঁটবেন।
২০০৩ সালে কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের বিয়ে হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান হয়। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন তারা এবং ২০১৬ সালে তা চূড়ান্ত হয়। এরপর সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সাচদেবকে। তাদের আজারিয়াস নামের একটি পুত্রসন্তান রয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন