আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের লিডারশিপ কনফারেন্স ও এজিএম অনুষ্ঠিত

gbn

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

শামসুল উলামা ফুলতলী ছাহেব কিবলাহর নিজ হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শুধুমাত্র দেশে-বিদেশে ইসলামের খেদমত নয়, মানবতার কল‍্যাণে ইসলামের সঠিক আকিদার আলো বিশ্বময় তুলে ধরার লক্ষ্যে ১৯৭৯ সাল থেকে আজবধি নিষ্টা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের লিডারশিপ কনফারেন্স ও এজিএম গত ২৩ শে জুলাই কার্ডিফের বাংলাদেশ সেন্টারে বিভিন্ন শহর থেকে আগত ডেলিগেটস ও সদস্যদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংগঠনের ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফেজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে এবং বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও সংগঠনের সাধারণ সম্পাদক আনসার মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হজরত মাওলানা নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ বদরুল ইসলাম, শাহজালাল মসজিদের খতিব মাওলানা কাজি ফয়জুর রহমান, জালালিয়া মসজিদের খতিব মাওলানা আব্দুল মুক্তাদির সহ বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা বার্ষিক ও আর্থিক রিপোর্ট এর ওপর আলোচনায় অংশগ্রহণ করে সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় সুপরামর্শ ও সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। দ্বিতীয় পর্বে সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে হাফেজ মাওলানা ফারুক আহমদকে সভাপতি, আনসার মিয়াকে সাধারণ সম্পাদক ও শাহ তসলিম আলিকে ট্রেজারার করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন