তিন ম্যাচের টেস্টে সিরিজে হারিয়েছিল ৩-০ ব্যবধানে, এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে ক্লিন সুইপ করেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৮ ম্যাচের সবগুলোতেই জিতেছে অসিরা।
আজ মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় অসিদের।
এবারই প্রথম তিন বা এর অধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া।
তবে ম্যাচের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ জানান, এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে হারাতে পারবে বলে আশা করেনি অস্ট্রেলিয়া।
ম্যাচ পরবর্তী উপস্থাপনায় মার্শ বলেন, ‘সিরিজ শুরুর সময় আমি ৫-০ ব্যবধানে জয়ের প্রত্যাশা করিনি। তবে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। চতুর্থ ম্যাচের পর আমরা এটি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানতাম, এর আগে কোনো অস্ট্রেলিয়ান দল ওয়েস্ট ইন্ডিজে একেবারে ক্লিন সুইপ করতে পারেনি। আমাদের অনেক খেলোয়াড় এসেছে এবং বিভিন্ন ভূমিকা পালন করেছে। আমরা সিরিজ শুরুর আগেই দল হিসেবে নমনীয়তা ও পরিবর্তনের ব্যাপারে কথা বলেছিলাম।’
এবারের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে দুইশোর্ধ্ব রানের লক্ষ্য দিয়েও লাভ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের বড় লক্ষ্য অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিধ্বংসী ও পাওয়ার হিটিং ব্যাটিংয়ে উড়ে গেছে। অসিরা প্রমাণ করেছে, লক্ষ্য যত বড়ই হোক, রান তাড়া করে জেতার ক্ষেত্রে তারাই সেরা।
এ বিষয়ে মার্শ জানান, সময়ের সঙ্গে তাল মেলাতে গেলে পাওয়ার হিটিং ব্যাটিংয়ের বিকল্প নেই। বর্তমানে টি-টোয়েন্টিতে সবাই আগ্রাসী ব্যাটিং করছে।
অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, ‘এখন টি-টোয়েন্টি যেভাবে এগোচ্ছে, তাতে দলগুলো থেমে থাকে না, আগ্রাসী খেলে যায়- এটা খুবই রোমাঞ্চকর। আশা করি আমাদের পাওয়ার হিটিং এভাবে চলতে থাকবে।’
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ বলেন, ‘আমরা পুরো সিরিজে কখনোই নিখুঁত ব্যাটিং পারফরম্যান্স দিতে পারিনি। কখনো শুরুটা ভালো হয়েছে, কিন্তু শেষটা খারাপ — অথবা উল্টোটা। এত ভালো একটি দলের বিপক্ষে এমন করলে পার পাওয়া যায় না। আর বল হাতে আমরা নিজেদের কোনো সুযোগই দিতে পারিনি। কারণ রানই ছিল না বোর্ডে।’
পাঁচ ম্যাচ সিরিজের সবগুলোতে টস হারের আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘আমি ছেলেদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, তবে এই সিরিজটা আমাদের হয়নি। ক্যারিবিয়ানে রান তাড়া করা সবসময়ই সুবিধাজনক, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো টসই জিততে পারিনি। তবে পাকিস্তান সিরিজ সামনে রেখে বোলিং ইউনিট হিসেবে আমরা কিছুটা হলেও পরিষ্কার দিকনির্দেশনা পেয়েছি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন