জিবি নিউজ.লন্ডন ||
প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সামিট ২০২৫: ঐক্য, অগ্রগতি ও সামাজিক সম্প্রীতির অনন্য উদযাপন
প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সামিট ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হলো লন্ডনের নটিং হিল গেটস্থ বাংলাদেশ সেন্টারে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে একত্রিত হন পেশাজীবী, রাজনীতিবিদ, কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং তরুণ প্রজন্ম—একসাথে এক সন্ধ্যায় গঠনমূলক আলোচনা, নেটওয়ার্কিং এবং কমিউনিটির সফলতা উদযাপনের মধ্য দিয়ে।
রবিবার, ২০ জুলাই বিকেল ৪:৩০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো নিয়ে প্রথমবারের মতো একটি ফোকাসড আয়োজন হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে।
অনুষ্ঠানের সূচনা হয় প্রাণবন্ত নেটওয়ার্কিং, পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে, যা যুক্তরাজ্য ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে ওঠে। পরে আয়োজক ও সঞ্চালক তামান্না মিয়া সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হুসেইন অতিথিদের স্বাগত জানান এবং সেন্টারের ইতিহাস তুলে ধরা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। কীর্তিমান বক্তারা তামান্না মিয়ার কমিউনিটির প্রতি অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন লন্ডন সিটির প্রথম ব্রিটিশ বাংলাদেশি অ্যাল্ডারম্যান কাউসার জামান, রয়্যাল বরো অব কেনসিংটন অ্যান্ড চেলসির কাউন্সিলর ডোরি শ্মেটারলিং, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, পেইট্যাপের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহেদ উদ্দিন, গ্রেটার লন্ডন অথরিটির সদস্য উনমেশ দেশাই, মোজো ড্রিংকসের পরিচালক হায়দার চৌধুরী এবং হিলসাইড ট্রাভেলসের পরিচালক হেলাল খানসহ আরও অনেকে। বিশেষ অতিথিদের নিয়ে কেক কাটার ও উপহার বিতরণের আয়োজন ছিল।
আলোচনার অংশে ছিল:
Creative Industries Panel
Men’s Mental Health Panel
Women in Careers Panel
Community Matters Panel
এই প্যানেলগুলোতে আলোচনা হয় স্বাস্থ্য বৈষম্য, আর্থিক সংকট, কোভিড-১৯-এর প্রভাব, বিয়ের সংকট ও খরচ, এবং কমিউনিটির ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে। প্রশ্নোত্তর পর্বে দর্শক-অতিথিরা সরাসরি মতামত ও প্রশ্ন তুলে ধরেন।
রাতের খাবারের সময় অতিথিরা একে অপরের সঙ্গে নেটওয়ার্কিং করেন ও সম্পর্ক গড়ে তোলেন।
অনুষ্ঠানের সমাপ্তিতে সম্মানিত অতিথিদের উপহার প্রদান ও একটি গ্রুপ ফটো তোলা হয়। বাংলাদেশ সেন্টারের কমিউনিটি নেতা ডা. শাহনুর খান ও আয়োজক তামান্না মিয়া অনুষ্ঠানের শেষ বক্তব্যে সকল অতিথি, স্বেচ্ছাসেবক, মিডিয়া ও প্যানেলিস্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
তামান্না মিয়া বলেন: "আমি ইতোমধ্যে দুটি সফল আয়োজন করেছি—প্রথম ব্রিটিশ বাংলাদেশি স্টুডেন্ট সামিট ২০২৪ এবং আন্তর্জাতিক নারী দিবস ইফতার ২০২৫। এবার নিজ হাতে এই প্রথম ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সামিট ২০২৫ আয়োজন করেছি। বাংলাদেশ সেন্টারকে ভেন্যু দেওয়ার জন্য, গ্র্যান্ড রসইকে খাবারের জন্য, মোজো ড্রিংকসকে পানীয় সরবরাহের জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার সকল স্পন্সর ও সহযোগীদের ধন্যবাদ জানাই: ওয়ার্ক পারমিট ক্লাউড, হিলসাইড ট্রাভেলস, পেইট্যাপ, ভেঞ্চার হেল্পারস, চ্যানেল এস। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক শিক্ষার্থী ও সংবাদমাধ্যমকে।
আমার প্রয়াত বাবা কামাল জাহাঙ্গীর মিয়া, যিনি বাংলাদেশ সেন্টারের আজীবন সদস্য ও সাবেক BCA এবং BBCA-এর সিনিয়র লিডার ছিলেন—তিনি আজ বেঁচে থাকলে খুবই গর্বিত হতেন। আমি গর্বিত যে ইতিহাস গড়েছি।"
সামিটটি সফলভাবে কমিউনিটির ঐক্য, চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি, এবং সংস্কৃতির গৌরব উদযাপন করতে পেরেছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন