নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ //
আল্লাহ’র ৯৯টি নাম দিয়ে সিলেটের বিশ্বনাথ পৌরসভার বিশ্বনাথেরগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানের পাশে প্রায় ২৫ ফুট উচ্চতার একটি নান্দনিক ও দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করেছেন মোহাম্মদ আলী তালুকদার নামের এক যুক্তরাজ্য প্রবাসী। তিনি বিশ্বনাথেরগাঁও গ্রামের মরহুম শাহ খলিলুর রহমান তালুকদারের পুত্র।
সোমবার দুপুরে (২৮ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রবাসীর নির্মিত নান্দনিক ও দৃষ্টিনন্দন তোরণ আনুষ্ঠানিবভাবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মুনতাসির আলী।
প্রবাসী মোহাম্মদ আলী তালুকদারের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্ঠার ইমাদ উদ্দিন, মোহাম্মদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল হক, জামেয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
উদ্বোধন শেষে মোনজাত পরিচালনা করেন বিশ্বনাথেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শানুর আলী।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন