আইপিএলের নিলাম ২৭-২৮ জানুয়ারি

জিবিনিউজ ডেস্ক //
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর পরবর্তী আসরের জন্য নিলাম হবে আগামী বছরের ২৭ ও ২৮ জানুয়ারি। গত ৬ ডিসেম্বর আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায়ই ঠিক করা হয়। তবে তা এতোদিন প্রকাশ করা হয়নি। বিষয়টি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই এর অনুমোদনের পর প্রকাশ করা হয়েছে।
আইপিএল এর এটি হবে ১১তম আসর। নিলামের আগেই বর্তমান দল থেকে পাঁচজন ক্রিকেটারকে দলে রাখার বিষয়ে চূড়ান্ত করতে পারবে। সেক্ষেত্রে আগামী ৪ জানুয়ারির মধ্যে এসব ক্রিকেটারের নাম বিসিসিআই এর কাছে জমা দিতে হবে। এরপর ১৮ জানুয়ারি নিলামযোগ্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করবে বিসিসিআই।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ভারতীয় রূপিতে ৮০ কোটি টাকার মধ্যে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে। এর মধ্যে ৭৫ শতাংশ অর্থ প্রত্যেক দলকে এই নিলাম চলাকালেই পরিশোধ করতে হবে।