চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ২০২১-২২ অর্থবছরে নাবি জাতের উচ্চ ফলনশীল পাট ও বীজ উৎপাদনের লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি,উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান,উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। প্রনোদনার আওতায় ১৮০ জন কৃষককে আধাকেজি করে বীজ ও ১ বিঘা জমির জন্য সার বিতরণ করা হয়। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন