ব্রিটিশ রাজপরিবারেই ক্রিসমাস উদযাপন করবেন মেগান

জিবিনিউজ24 ডেস্ক:ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মার্কেলের বিয়ে হওয়ার কথা আগামী বছর। এরই মধ্যে ঘোষণা এসেছে প্রিন্স হ্যারির হবু স্ত্রী মেগান মার্কেল এ বছরের ক্রিসমাস উৎসব ব্রিটিশ রাজপরিবারের সঙ্গেই উদযাপন করবেন।
সম্প্রতি নিজেদের মধ্যে আংটি বদলের ঘোষণা দেন প্রিন্স হ্যারি এবং মার্কিন নাগরিক মেগান মার্কেল।
বুধবার কেনসিংটন প্যালেসের মুখপাত্র বলেন, আপনি আশা করতে পারেন যে, ডিউক এবং ডাচেস অব কেম্ব্রিজ প্রিন্স হ্যারি ও মার্কেল ক্রিসমাসের দিনটা রাণী এলিজাবেথ ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেই কাটাবেন।
লন্ডন থেকে একশ মাইল উত্তরে নরফোলকের স্যান্ড্রিংহামের বাড়িতে রাণী এলিজাবেথ নতুন বছর এবং ক্রিসমাস এর দিনটি উদযাপন করেন।