নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত

gbn

এস এম ফজলুঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৫ আগষ্ট রোববার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এ সময় পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।

এছাড়াও শ্রদ্ধা জানান, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ। পুষ্পস্তবক অর্পনের পর জেলা প্রশাসন কার্যালয়ে সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও তার কাজের গুরুত্ব নিয়ে আলোচনা সভাও অনুষ্টিত হয়। এছাড়াও জেলায় বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। জেলার আশ্রায়ণ প্রকল্পগুলোতে আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন