মৌলভীবাজারে শাহবন্দর থেকে মাসকান্দি রোড নির্মাণের ৩ মাস যেতেই আগের রুপে ফিরতে শুরু করেছে রাস্তাটি

gbn

এস এম ফজলুঃ

মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর থেকে মাসকান্দি সড়ক পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা সংস্কার রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয় গেলো বছরের শেষের দিকেই,আজ থেকে মাত্র ৫ মাস আগেই শেষ হয় রাস্তাটির নির্মাণ কাজ। কিন্তু এই ৫ মাস যেতে না যেতেই বছর পূর্তী হওয়ার আগেই দেখা যায় রাস্তাটির ব্যাহাল অবস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্প নির্মাণের চুক্তি মূল্য ছিলো ১ কোটি ৯৯ লক্ষ ২৪ হাজার ৭৬ টাকা। কিন্তু মাত্র ১ টি বছর যাওয়ার আগেই আবারও যেই সেই অবস্থা, উঠে যাচ্ছে রাস্তার কার্পেট,তৈরি হচ্ছে নতুন নতুন গর্ত। এমনি চিত্র উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্টান নিম্নমামানের সামগ্রী ব্যবহার করায় এমন অবস্থা হয়েছে। এই বিষয়ে প্রকল্পের ঠিকাদার মোঃ রাসেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন রাস্তা হচ্ছে গাড়ি চলাচলের জন্য,ট্রাকটার না,ট্রাকটার যদি রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করে তাহলে ত রাস্তা ভাঙ্গবেই। তারপর, এই বিষয়ে উপজেলা প্রকৌশলী এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর চৌধুরীর সাথে আলাপ কালে তিনি বলেন রাস্তার উপর প্রচুর গাছপালা থাকার কারণেই বৃষ্টির পানিতে এমন অবস্থা হয়েছে বলে তিনি ধারণা করছেন। তিনি আরও জানান রাস্তাটির এমন করোন অবস্থা সম্পর্কে এর আগে কেউ উনাকে অবগতো করেন নি। এখন যেহেতু জেনেছেন তাই খুব শিগ্রহী এই রাস্তাটি ২য় বারের মতো ভাঙ্গন জায়গা মেরামত করে দিবেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন