স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেয়ার দাবি বিএনপির এমপি হারুনের

জিবি নিউজ ডেস্ক ।।
দেশে করোনা পরিস্থিতিতে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ। আজ মঙ্গলবার (২৩ জুন) বাজেট অধিবেশনে অংশ নিয়ে সরকারের সমালোচনাও করেন তিনি। হারুন অর রশিদ বলেন, স্বাস্থ্য অধিদফতর বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটির আমূল বদলানো দরকার। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হারুন বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দিন। সরিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবেলায় উপযুক্ত ব্যক্তিকে বসান। কমিটমেন্ট আছে এমন লোকদের বসান।’