চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় র্যাবের অভিযানে ২৬ হাজার ৬৪০ পিস ভারতীয় বিড়িসহ আব্দুর রহিম(৩৬) নামে একজন আটক হয়েছেন। রোববার(২৫ জুলাই) বিকেল ৩টার দিকে টাকাহারা নামক এলাকায় অভিযান চালানো হয়। আটক রহিম ওই এলাকার কাবেদ আলীর ছেলে।
র্যাব-৫ ব্যাটালিয়ন রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প প্রেস বিজ্ঞপিতে জানায়, নিজ বাড়িতে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিড়ি বিক্রির উদ্দেশ্যে মজুতের গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে আটক রহিমের বিরুদ্ধে নাচোল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। #

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন