বৃষ্টল বাংলা প্রেসক্লাব এর সেক্রেটারি ও জিবি নিউজ ২৪.কম এর সাউথ ওয়েষ্ট ব্যুরো চীফ ও এটি এন বাংলা ইউকে প্রতিনিধি খায়রুল আলম লিংকন বাংলাদেশে

GBnews24.com ||
বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট বাংলা মিডিয়ার প্রতিনিধিত্ব কারী সংগঠন বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ,লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য ও জিবি নিউজ ২৪.কম বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট ব্যুরো চীফ এটিন বাংলা ইউকে, সাপ্তাহিক বাংলাপোষ্ট পত্রিকার প্রতিনিধি খায়রুল আলম লিংকন ৭ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে গালফ এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছেন. বঙ্গবন্ধু ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন দেশে অবস্থানকালে রাজনৈতিক সভা সেমিনার ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময়,পৌরসভা আদর্শ উচ্ছবিদ্যালয়ের রজত জয়ন্তি উৎসব সহ নানা সমাজসেবামূলক কর্মকান্ডে অংশ গ্রহন করবেন।উল্লেখ্য তিনি বর্তমানে জাষ্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে এর বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সেক্রেটারি , যুক্তরাজ্য যুবলীগ বৃষ্টল বাথ এন্ড সাউথ ওয়েষ্ট শাখার সদস্য সচিব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে যুক্তরাজ্যে বাঙ্গালী কমিউনিটির উন্নয়নে ও প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জল করার লক্ষে কাজ করে যাচ্ছেন.
দেশে অবস্খান কালে খায়রুল আলম লিংকনএর সাথে নিম্নোক্ত নাম্বারে ০১৭১২০৬১৭৩৪ যোগাযোগ করা যাবে।