সুনামগঞ্জে যৌথ উদ্যোগে লকডাউনের অভিযান

gbn

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে করোনা ভাইরাস রোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের বিধি নিষেধ মেনে চলা ও জন সচেতনতার লক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে প্রচার অভিযান করা হয়েছে। এউপলক্ষে আজ সোমবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে সুনামগঞ্জ পৌরশহরের বিভিন্ন সড়ক ও মার্কেট পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এব্যাপারে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন- আজ সোমবার থেকে সারাদেশে লকডাউন শুরু হয়েছে। তাই সবাইকে সতর্ক করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৯ জুন) থেকে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। লকডাউনের আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা। প্রচার অভিযানের সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, মোঃ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সদর মডেল থানার ওসি মোঃ শহিদুর রহমান প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন