সিলেটের জাফলংয়ে অভিযান চালিয়ে ৯৩ কার্টন ভারতীয় বিস্কুট-চকলেট উদ্ধার

gbn


আবুল কাশেম রুমন,সিলেট:  সিলেটের সীমান্ত এলাকা জাফলংয়ে অভিযান চালিয়ে ৯৩ কার্টন ভারতীয় বিস্কুট-চকলেট উদ্বার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার  (১০ জুন ২০২১ইং) রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন সীমান্ত এলাকা জাফলং মোহাম্মদপুর এলাকায়  চোরাচালন পণ্য মজুদ করা একটি গোডাউনে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে  চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে গোডাউনে তল্লাশি করে অবৈধ ভাবে  চোরাচালানের মাধ্যমে আনা ৯৩ কার্টন ভারতীয় অরিও বিস্কুট এবং সাফারি চকলেট উদ্ধার পূর্বক জব্দ করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা। এ ঘটনায়  জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এস আই আবুল হোসেন বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট  থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন