গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের দাড়িপাতন এলাকা থেকে আমাদানী শুল্ক ও কর ফাঁকি দেওয়া ৪ লাখ ৮০ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি ও একটি প্রাইভেটকারসহ ২ পেশাদার চোরাকারবারীকে আটক করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব একটি প্রাইভেটকার তল্লাশি করে ভারতীয় বিড়িসহ দুইজনকে আটক করে র্যাব-৯।
আটককৃতরা হলেন, জৈন্তাপুর থানার দলইপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে শরীফ উদ্দিন (২০) এবং গোয়াইনঘাট থানার তোয়াকুল ফুলতলি এলাকার আব্দুস ছালামের ছেলে আল মাসুম রিপন (১৯)। পরে গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ।
র্যাব জানায়, গত সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে গোলাপগঞ্জ থানার দাড়িপাতন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন