আবদুল হামিদ মাহবুব
=========================
আমার আঁখিতে জল
তুমি তাই সবল
মুখে আসে যা খুশি
বল কলকল।
নদী চলে ভাটিপানে
জল নয় স্থির
আমাকে জ্বালিয়ে তুমি
ভাবো মহাবীর!
যবে তুমি কাছে নাই
আকুলিবিকুলি
তোমাকে দেবো বলে
ফুল রাখি তুলি।
রেগে যাও ধমকাও
শাসন তোমার
এতে আমি পুড়ে মরি
আগুন তো বোমার!
তবু তুমি খুব ভালো
ছড়াও আলো
তোমাকে সাথে পেয়ে
দূর করি কালো।
সুখে রবো দুইজনে
যতো পাই বাঁধা
আমি তো কৃষ্ণ সখি
তুমি মোর রাধা!
২৭.০৮.২০১৫
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন