মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ:
সুনামগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তির উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে আনন্দ উদযাপন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এউপলক্ষে গতকাল রবিবার (৭ই মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদর থানার ওসি শহীদুর রহমানের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, ওসি তদন্ত মোঃ নুর আলম প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন