প্রথমবারের মতো পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও কুয়েত। ২০০৬ সালে এ পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে চুক্তি সই হলেও এবারই প্রথম ‘ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রবিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি হওয়ার কথা।
সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।
কুয়েতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শনিবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছে এক দিনের সংক্ষিপ্ত সফরে এই বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাত্ করার কথা রয়েছে তাঁর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে রাজনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শ্রমবাজার সম্প্রসারণ, তথ্য-প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা, অবকাঠামো ও কৃষি খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
এ ছাড়া ঢাকার পূর্বাচলে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে কুয়েতের সহযোগিতা, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ ও হালাল পণ্যের অ্যাক্রিডিটেড সনদ প্রদানে সহযোগিতা নিয়েও আলোচনা হবে।
বৈঠকে কুয়েত থেকে বাংলাদেশ সার আমদানির আগ্রহ প্রকাশ করবে। একই সঙ্গে শ্রমবাজার ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কুয়েত দীর্ঘদিন বাংলাদেশ থেকে খুব বেশি কর্মী নেয় না, সে বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন