পেনাল্টি মিসের পরই অবিশ্বাস্য গোল, রেকর্ডের আরও কাছে রোনালদো

gbn

আল ফাতাহর বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর ৫-১ ব্যবধানে জিতে শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে। সৌদি প্রো লিগে এটি তাদের টানা পঞ্চম জয়।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো যেন থামতেই জানেন না। ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে এক দুর্দান্ত শটে গোল করেন তিনি। বলটি উড়ে গিয়ে জালে লাগে উপরের কোনায়। এর মধ্য দিয়েই নতুন সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকের মাঝেও আলো কাড়লেন রোনালদো।

তবে এক মিনিট আগেই তিনি মিস করেছিলেন একটি পেনাল্টি। এতে হতবাক হয়ে গিয়েছিলেন ঘরের দর্শকরা। গ্যালারিতে উপস্থিত ছিলেন ইউটিউব তারকা আইশোস্পিডও, যিনি রোনালদোর বড় ভক্ত হিসেবে পরিচিত।

রোনালদো খুব দ্রুতই পুষিয়ে নেন সেই ভুল। সাদিও মানের পাস থেকে বল পেয়ে তিনি ডান প্রান্তে কিছু স্টেপওভার করে ডিফেন্ডারকে ফাঁকি দেন। এরপর দারুণ এক শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন। গোলরক্ষক দাঁড়িয়ে দেখেন শুধু বলের গতি।

এই গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৯৪৯তম গোল। ১ হাজার গোলের স্বপ্নপূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ তারকা। 

এই জয়ে আল নাসরের সংগ্রহ দাঁড়াল ১৫ পয়েন্টে। টানা পাঁচ জয়ে তারা সৌদি প্রো লিগের শীর্ষে রয়েছে এখন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন