নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা পৌর শাখার উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোমা প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনের চট্টগ্রামের রহমতগঞ্জে অবস্থিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজরিত ঐতিহাসিক ভবন ভাংচুর ও হামলার প্রতিবাদে ৯ জানুয়ারী শনিবার সকাল ১১ টার সময় নবীগঞ্জ গোবিন্দ জিউর আখড়ার সামনে নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি শিক্ষক বিপুল চন্দ্র দেব, সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব,সাংগঠনিক শিলাপদ দাশ,উপজেলা কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়,দপ্তর সম্পাদক পবিত্র বনিক,সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়,প্রচার সম্পাদক অমলেন্দু সুত্রধর,ওয়ার্ড সভাপতি বিশ্বজিত দাশ,নয়ন পাল,দুর্জয় রায়,বিভু রায়,মিঠুন রায়,রাজীব দেব,সন্ধীপ দেব,সুমন রবি দাস প্রমুখ। সভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন