মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে বেগম রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল (৯ডিসেম্ভর) দুপুরে জেলা প্রশাসন ও জাতীয মহিলা সংস্থা এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম নারী পুরস্কার বিতরণ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব রাখেন জেলা মহিলা বিষযক অধিদপ্তরের উপ পরিচালক শায়েদা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারী কলেজে (সাবেক)অধ্রক্ষ সৈয়দ মো: মহসিন)২৫০শর্যা হাসপাতালে উপ পরচালক প্রনয় কান্তি দত্ত, পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম,সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,
সহ প্রমুখ। জেলা পর্যায়ে অদম নারী হাতে সম্মাননা স্মারক তুলে দেন। জেলা পর্যায়ে অদম নারী সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কমলগঞ্জ উপজেলার আলী নগর ইউনিয়নের আলী বস্তিবাসী সায়রা বেগম, সুফিয়া রহমান, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার সদও উপজেলার মাতারকাপন গ্রামের আমিনা বেগম, সফল জননী নারী বড়লেখা উপজেলার শাহবাজপুর সায়পুর গ্রামের হাজেরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করা নারী বড়লেখা উপজেলার কাঠালতলী মাখবঘুল গ্রামের আয়শা আক্তার মুক্তা

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন