ম্যানসিটির কাছে রিয়ালের হারে আরও নড়বড়ে আলনসোর চাকরি

gbn

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মাঠে পিছিয়ে থেকেও ২-১ গোলের জিতে ফিরেছে ম্যানচেস্টার সিটি। এই হারের ফলে রিয়াল কোচ জাবি আলনসোর অবস্থান আরও কঠিন হয়ে পড়েছে। স্পেনের গণমাধ্যমের তথ্যে বলা হয়েছিল, এই ম্যাচে হারলে তার চাকরি ঝুঁকিতে পড়বে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হওয়ার পথে।

কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে মাঠে নামতে পারেননি। তাকে না পেয়ে কোচ আলনসো মাঠে নামান রদ্রিগো গোয়েজকে। তার গোলে এগিয়ে যায় মাদ্রিদ। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। নিকো ও’রেইলির গোল এবং পরে আর্লিং হালান্ডের পেনাল্টি গোল সিটিকে জয়ের তিন পয়েন্ট এনে দেয়।

আলনসো ম্যাচের আগে বলেন, এমবাপ্পেকে নামানো ‘ঝুঁকি’ হতে পারে। তাই তিনি ২১ বছর বয়সী গনজালো গার্সিয়াকে শুরুতে নামান। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে সিটিকে বিদায় করে দিয়েছিল মাদ্রিদ। সেই লড়াইয়ে ২ ম্যাচে এমবাপ্পে চারটি গোল করেছিলেন।

দুই দলের এটি ছিল ১৫তম মুখোমুখি লড়াই। ম্যাচের শুরু থেকেই গতি ছিল বেশ। ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করা হলে রেফারি পেনাল্টি দেন। কিন্তু ভিএআর জানায়, ফাউল বক্সের বাইরে ছিল। এর পর ভিনিসিয়ুস, রদ্রিগো ও বেলিংহাম বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন।

২৮তম মিনিটে যোগ্য দল হিসেবেই গোল পায় মাদ্রিদ। আলভারো কারেরাস আক্রমণ শুরু করেন। পরে জুড বেলিংহামের পাস থেকে রদ্রিগো নিচু এক শটে গোল করেন। এটি ছিল তার ৩৩ ম্যাচ পর প্রথম গোল এবং সিটির বিপক্ষে পঞ্চম গোল।

তবে সিটির সমতা আসে হঠাৎই। থিবো কোর্তোয়া জসকো গেভার্দিওলের হেড আটকাতে পারেননি। বল হাত ফসকে গেলে ও’রেইলি সহজেই জালে পাঠান।

এরপর অ্যান্টোনিও রুডিগার হালান্ডকে পেছন থেকে টেনে ধরে ফেললে রেফারি পেনাল্টি দেন। হালান্ড ঠাণ্ডা মাথায় কোর্তোয়াকে ভুল পথে পাঠিয়ে গোল করেন।

কোর্তোয়া বিরতির আগে হালান্ড ও রায়ান চেরকির দুটি নিশ্চিত প্রচেষ্টা ঠেকান। বিরতির পর জেরেমি ডকুর শটও রুখে দেন। একসময় বেলিংহাম সমতা ফেরানোর সুযোগ পেলেও বল উঁচু করে ফেলেন।

আলনসো পরে আরদা গুলের ও এন্ড্রিককে নামান। এন্ড্রিক শেষ মুহূর্তে হেডে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন। দ্বিতীয়ার্ধে মাদ্রিদ খুব সীমিত সুযোগ তৈরি করে এবং খেলায় কোনও স্পষ্ট পরিকল্পনা দেখা যায়নি। তাই দলের সাম্প্রতিক ফর্ম ও এই হার মিলিয়ে আলনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন